Site icon The Bangladesh Chronicle

নাঈমের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজে জয় পেল বাংলাদেশ

মোহাম্মদ নাঈম – ছবি : সংগৃহীত

সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে আন-অফিসিয়াল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে ৪৪ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। এছাড়া এশিয়া কাপের একাদশে ডাক পাওয়া ব্যাটার সাব্বির রহমান ৬২ রান করেন। এই দুজনের ব্যাটিং পারফরম্যান্সে বাংলাদেশ ছয় উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যান্ডারসন ফিলিপ, শেরমন লুইস ও ব্রায়ান চার্লস দুটি করে উইকেট নেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জোশুয়া দা সিলভা ৬৮ রান করলেও পরাজয় এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। ৫০ ওভারে নয় উইকেটে ২৩৩ রানে গুটিয়ে যায় তারা।

বাংলাদেশের পক্ষে পেসার মুকিদুল ইসলাম ৩২ রানে তিন এবং রেজাউর রহমান রাজা দুই উইকেট নেন।

২০ আগস্ট (শনিবার) সিরিজ নির্ধারণী ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র : বাসস

Exit mobile version