Site icon The Bangladesh Chronicle

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র সিটিটিসি হেফাজতে

 যুগান্তর প্রতিবেদন
 ২২ সেপ্টেম্বর ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুষ্ঠানে শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে হঠাৎ বক্তব্য দেওয়া সেই যুবককে হেফাজতে নিয়েছেন কাউন্টার টোররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের গোয়েন্দারা।

অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য করায় তিনি অপ্রকৃতিস্থ কিনা তা জানতে তার মা-বাবা এবং মেয়ে বন্ধুসহ আরো কয়েকজনকে সিটিটিসি কার্যালয়ে ডেকে আনা হয়। কোনো সংগঠনের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কিনা তা জানার চেষ্টা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাতে সিটিসিটি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান যুগান্তরকে বলেন, তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। গোটা বিষয়টি জানতে আরো সময় লাগবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু বলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় ওই যুবক হঠাৎ মঞ্চে উঠেন। তিনি মন্ত্রীকে উদ্দেশ করে শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে বিচার দেয়ার ভঙ্গিতে বলতে থাকেন, ‘মহাজাতক শহীদ আল বোখারী হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে বিভ্রান্ত করতেছে।’

শরীফ মাহমুদ অপু বলেন, যখন আয়োজক ও পুলিশ তাকে সরিয়ে নিচ্ছিল তখন মন্ত্রী তার (যুবকের) কথা শুনতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় ওই যুবককে নাম ও পরিচয় জিজ্ঞেস করলে তিনি নিজের নাম ‘সত্য’ বলে পরিচয় দেন। এরপর তার বক্তব্য শুনতে চাইলে পুনরায় শহীদ আল বোখারী সম্পর্কে একই কথার পুনরাবৃত্তি করেন। তারপর আয়োজকরা ও পুলিশ তাকে সরিয়ে নিলে মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সাধারণ ঘটনাকে কেন্দ্র করে Zulkarnain Saer নামে এক কুচক্রী তার ফেসবুকে মিথ্যাচার করে যাচ্ছেন, যা অনভিপ্রেত ও বিভ্রান্তিমূলক।

Exit mobile version