- খেলাধুলা ডেস্ক
জো রুট যখন ১২০ রানে পৌঁছালেন, তখন কেবল ব্যক্তিগত মাইলফলক নয়, ছাড়িয়ে গেলেন ক্রিকেট ইতিহাসের তিন কিংবদন্তিকে। রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। তার সামনে এখন কেবলই ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার।
এই মহাকাব্যিক ইনিংসটি থামে ১৫০ রানে, রবীন্দ্র জাদেজার বলে আউট হওয়ার আগে। রুটের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৫৪৪ রান। ভারতের চেয়ে এগিয়ে আছে ১৮৬ রানে।
ইংল্যান্ড দিন শুরু করেছিল ২ উইকেটে ২২৫ রান নিয়ে। আগের দিনের ১১ রান নিয়ে নামা রুট তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের ৩৮তম শতক। ব্যক্তিগত ১৩৪০৯ রানে পৌঁছানোর মাধ্যমে তিনি টপকে যান পন্টিংকে। শীর্ষে থাকা শচীনের (১৫৯২১) চেয়ে রুট এখন মাত্র ২৫১২ রানে পিছিয়ে। আউট হওয়ার আগে তিনি ওলি পোপের সঙ্গে তৃতীয় উইকেটে ১৪৪ এবং অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে পঞ্চম উইকেটে ১৪২ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
দিনের শেষে অধিনায়ক বেন স্টোকস ৭৭ ও লিয়াম ডসন ২১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ভারতের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।