আজ বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, রাসেল স্কয়ার, ৩২ নম্বর, মেট্রো শপিং মলের সামনে, শুক্রাবাদ মোড় ও ২৭ নম্বর রাফা প্লাজার সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে বের হচ্ছেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে আবার ৩২ এসে জড়ো হচ্ছেন তারা। ধানমন্ডি ৩২ নম্বর লেকপাড়ও ছাত্রদের দখলে রয়েছে। তাদের প্রত্যেকের হাতে লাঠি ও পাইপ রয়েছে। ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে প্রবেশের সব পথে কাঁটাতারে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে কাউ ঢুকতে না পারে।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্যকে মেট্রো শপিং মল মোড়ে দেখা গেছে। সেখানকার বঙ্গবন্ধু ভবনের প্রবেশ সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে ধানমন্ডি ৩২ নম্বরে দেখা যায়নি। তবে দুই-একজন কালো পোশাকে এলেই তাদের ধাওয়া করতে দেখা যায় ছাত্রদের। কয়েকজনকে মারধর করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ৩২ নম্বর সড়কে এক যুবককে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে রিকশায় করে তাকে হাসপাতালে পাঠানো হয়। কোনো ব্যক্তিকে সন্দেহ হলে ছাত্ররা তল্লাশি করছেন, মোবাইল ফোনও চেক করছেন। এসব বিষয়ে ছবি তোলা বা ভিডিও না করতে নিষেধ করছেন ছাত্ররা। এমনকি সংলগ্ন সড়কে বাস থেকে কেউ ছবি তুললে বা ভিডিও করলেও বাস থামিয়ে হেনস্তা করা হচ্ছে। কর্তব্যরত সাংবাদিকদেরও নানা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। এমন অবস্থা সকাল সাড়ে ১১টা পর্যন্ত দেখা গেছে।
samakal