- ২৪ ডেস্ক
সাবেক সংসদ সদস্য ও লোকসংগীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মো. তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের কাছ থেকে ডিবির একটি দল মমতাজ বেগমকে গ্রেপ্তার করে।
মো. তালেবুর রহমান আরও জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, মমতাজ বেগম মরমি ঘরানার গানের জন্য দেশব্যাপী পরিচিত একজন লোকশিল্পী। তিনি ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন এবং সে বছর সংরক্ষিত নারী আসন-২১ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে, তিনি ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পরপর দুই মেয়াদে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, কিন্তু দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। মমতাজ বেগম দীর্ঘদিন ধরে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করে আসছিলেন।