Site icon The Bangladesh Chronicle

দ. আফ্রিকাকে হারিয়ে শ্রীলঙ্কার দারুণ শুরু


দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার কলম্বোয় প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৪ রানে হারিয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল লঙ্কানরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে অভিস্কা ফার্নান্দোর দারুণ সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০০ রান করে শ্রীলঙ্কা। ১১৫ বলে ১১৮ রানের দারুণ ইনিংস খেলেন ফার্নান্দো। ওয়ানডে ক্যারিয়ারে তার এটি তৃতীয় শতক। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।

মিডল অর্ডারে ৭২ রানের ঝকঝকে ইনিংস খেলেন আসালাঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভা করেন ৪৪ রান। ওপেনার ভানুকার ব্যাটে আসে ২৭ রান। রান আরও বাড়তে পারত। তবে লোয়ার অর্ডারে অধিনায়ক দাশুন শানাকাসহ তিনজন রান আউটে কাটা পড়েন। বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা ও মাহারেজ দুটি করে উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভার পযন্ত লড়াই করেছে দক্ষিণ আফ্রিকা। তবে শেষের দিকে বল ও রানের সমন্বয়টা ভালোমতো মেলাতে পারেনি দলটি। যদিও উইকেট ছিল ৪টি অক্ষত।

দলটির হয়ে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন ওপেনার এইডেন মারক্রাম। ভ্যান ডার ডসন করেন ৫৯। এছাড়া অধিনায়ক বাভুমা (৩৮, আহত অবসর), জানেমান মালান ২৩, ক্লাসেন ৩৬, রাবাদা ১৩* রান করেন। নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করতে পারে ৬ উইকেটে ২৮৬ রান।

Exit mobile version