স্পোর্টস ডেস্ক
১ মার্চ ২০২৩, বুধবার
‘অনেক লড়াইয়ের পর আমার স্বপ্নপূরণ হয়েছে’- প্যারিসে অনুষ্ঠিত ফিফার ‘বেস্ট অ্যাওয়ার্ডস’র মঞ্চে উঠে কথাগুলো বলেন লিওনেল মেসি। ফিফার বর্ষসেরা হওয়া কি স্বপ্ন ছিল মেসির? আগেই ৬ বার পুরস্কারটি জেতা আর্জেন্টাইন সুপারস্টারের ইঙ্গিত ছিল বিশ্বকাপের প্রতি। সোমবার রাতে বর্ষসেরা পুরস্কার হাতে কাতার আসরে অমরত্ব লাভের স্মৃতিচারণ করেন মেসি।
সোমবার দিবাগত রাতে ফ্রান্সের প্যারিসে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হয়। প্রথমেই প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ করা হয়। এরপর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেন ২০২২ সালের বেস্ট ফুটবলারের নাম। এ সময় পাশাপাশি বসা লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের প্রতি দৃষ্টি ছিল সবার। বিশ্বকাপের মতো এখানেও শেষ হাসি হাসেন আর্জেন্টাইন অধিনায়ক। মঞ্চে উঠেই একগাল হাসিতে সব আলো নিজের করে নেন মেসি। বর্ষসেরার পুরস্কারটি হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন অপলক। এরপর স্মিত হেসে লিওনেল মেসি ব্যক্ত করেন অনুভূতি।
জাতীয় দলের সতীর্থদের সাফল্যের পুরো কৃতিত্ব দিয়ে মেসি বলেন, ‘আজ আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। আজ আমি, দিবু (এমি মার্টিনেজ) এবং (লিওনেল) স্কালোনি এখানে উপস্থিত আছি। আমরা তাদের (সতীর্থদের) প্রতিনিধিত্ব করছি। তাদের ছাড়া আমরা এখানে উপস্থিত থাকতে পারতাম না।’
বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করে মেসি বলেন, ‘অনেক লড়াইয়ের পর আমি আমার স্বপ্নপূরণ করতে পেরেছি। অনেক চাওয়ার পর অবশেষে সেটি ধরা দিয়েছে। এটা (বিশ্বকাপ জয়) আমার ক্যারিয়ারে ঘটা সুন্দর জিনিসগুলোর একটি। আমার মনে হয়, সব ফুটবলারই এটার স্বপ্ন দেখে এবং খুব কম মানুষই এটি অর্জন করতে পারে। আমি যথেষ্ট সৌভাগ্যবান যে সেটা করে দেখাতে পেরেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি পেরেছি।’
মেসি বলেন, ‘অবশেষে আমি আমার পরিবার এবং আর্জেন্টিনার জনগণকে ধন্যবাদ জানাতে চাই, যারা এ অর্জনকে আমাদের মতো করে উদযাপন করেছে। সেটা খুবই বিশেষ একটা মাস ছিল, যা কি না অনেক দিন পর্যন্ত আমাদের স্মৃতিতে থেকে যাবে।’