- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ মে ২০২৩, ২৩:৪১
ধারাবাহিকতা ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। দ্বিতীয় দিনেও ব্যাট হাতে দাপট দেখিয়েছে দলটি। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পুরো ৯০ ওভার ব্যাট করতে পারেনি তারা। প্রথম দিন আলো সল্পতায় ৬৮ ওভার খেলা গেলেও বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৫৫ ওভার। এ সময়ে ৬ উইকেট হারিয়ে ক্যারিবিয়দের সংগ্রহ ৪১৭ রান। আর ৫৪ রান খরচায় তিন উইকেট নিয়েছেন মুশফিক হাসান।
সিলেটে চলছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল চার দিনের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে ব্যাট করতে নামা ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও খুব বেশি সাফল্য পায়নি বাংলাদেশের বোলাররা।
২ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। দ্বিতীয় দিনে ত্যাগনারায়ণ চন্দরপল ও আলিক আথানেজ মিলে পঞ্চাশোর্ধ্ব রান যোগ করেন। মাঝে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। দিনের প্রথম সাফল্য আসে ৮২তম ওভারে, একই ওভারে আসে দ্বিতীয় সাফল্যও। জোড়া আঘাতে ত্যাগনারায়ণ চন্দরপল ও ব্রেন্ডন কিংকে ফেরান মুশফিক।
বাংলাদেশী বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে ২৩৬ বল থেকে ৮৩ রান করে আউট হন ত্যাগনারায়ণ। আর রানের খাতা খোলার আগেই ফেরেন কিং। পরের ওভারেই আলিক আথানেজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রিপন মণ্ডল। ফেরার আগে ৯৮ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ৮৫ রান করেন তিনি।
২ রানের মাঝে ৩ উইকেট হারানো ক্যারিবিয়দের হাল ধরেন অধিনায়ক জশুয়া দা সিলভা। যদিও তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন ইয়ানিক ক্যারিয়াহ। নাঈম হাসানের শিকার হয়ে ফেরেন ৪৮ বলে ১৪ রান করে। ৩১৭ রানে ছয় উইকেট হারানোর পর দলকে টেনে নিয়ে যান দা সিলভা ও কেভিন সিনক্লেয়ার।
১১৬ বলে ৭৩ রানে অপরাজিত আছেন দা সিলভা। সিনক্লেয়ার করেছেন ৭০ বলে অপরাজিত ৪৭ রান। দিন শেষে দ ‘জনের অবিচ্ছিন্ন জুটি এক শ’ রান ছুঁয়েছে।