Site icon The Bangladesh Chronicle

দেশ ছাড়ার আগে নয়াদিল্লির সহযোগিতা চেয়েছিলেন শেখ হাসিনা

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন

বণিক বার্তা ডেস্ক

আগস্ট ০৫, ২০২৪

ছবি : বাসস

শেখ হাসিনা দেশ ছাড়ার আগে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।  কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নরেন্দ্র মোদি সরকার।

ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাবে না। কেননা তাতে আইন লঙ্ঘিত হতে পারে।

নয়াদিল্লি থেকে আরো জানানো হয়, শেখ হাসিনাকে নিজ উদ্যোগেই ভারতে পৌঁছতে হবে। তার পর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে।

আনন্দবাজার পত্রিকায় আরো জানানো হয়েছে, হেলিকপ্টারে ঢাকা থেকে নয়াদিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এ ক্ষেত্রে শেখ হাসিনার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে কলকাতা বিমানবন্দর। সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে।

অন্যান্য সূত্রে দাবি করা হচ্ছে, ত্রিপুরার আগরতলা বিমানবন্দরে এবং শিলিগুড়ির কাছে বাগডোগরা বিমানবন্দরেও নামতে পারেন শেখ হাসিনা।

Exit mobile version