Site icon The Bangladesh Chronicle

দেশে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার

দেশে বর্তমানে বেকার রয়েছেন ২৫ লাখ ৯০ হাজার। ২০২৩ সাল শেষে এই সংখ্যা ছিল ২৪ লাখ ৭০ হাজার। অর্থাৎ গত বছরের তুলনায় বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপে এসব তথ্য উঠে এসেছে। গতকাল চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করে বিবিএস।

বিবিএস’র হিসাব বলছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকেও দেশে বেকারের সংখ্যা ছিল ২৫ লাখ ৯০ হাজার। সেই হিসাব অনুযায়ী চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশে বেকারের সংখ্যা বাড়েনি। বর্তমান বেকারের হার ৩ দশমিক ৫১ শতাংশ, যা গত বছরের গড় বেকার হারের তুলনায় কিছুটা বেশি। গত বছর গড় বেকারের হার ৩ দশমিক ৩৬ শতাংশ ছিল।

এদিকে দেশে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে, আর নারী বেকারের সংখ্যা কমেছে। বিবিএস’র হিসাব অনুযায়ী, গত মার্চ শেষে পুরুষ বেকারের সংখ্যা ১৭ লাখ ৪০ হাজার ছিল। এর আগে গত বছরের প্রথম প্রান্তিকে (২০২৩ সালের মার্চ-জানুয়ারি) পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার।

আর গত বছরের একই সময় থেকে নারী বেকার কমেছে ৩০ হাজার। নারী বেকারের সংখ্যা এখন ৮ লাখ ৫০ হাজার।  এ ছাড়া বিবিএস জানিয়েছে, এখন শ্রমশক্তিতে ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী-পুরুষ রয়েছেন। এদের মধ্যে কাজে নিয়োজিত ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার মানুষ। আর বাকি সবাই বেকার। আবার শ্রমশক্তির বাইরেও বিশাল জনগোষ্ঠী রয়েছে। যারা কাজে নিয়োজিত নয়, আবার বেকার বলেও গণ্য নয়। এ ধরনের মানুষ রয়েছে প্রায় ৪ কোটি ৮২ লাখ ৬০ হাজার। এরা হচ্ছেন শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষ, অবসরপ্রাপ্ত ব্যক্তি, কাজ করতে অক্ষম এবং কর্মে নিয়োজিত নয় বা অনিচ্ছুক গৃহিণী।
manabzamin

 

Exit mobile version