Site icon The Bangladesh Chronicle

দেশে বিদ্যুতের অভাব নেই : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন – ছবি : সংগৃহীত


দেশে বিদ্যুতের অভাব নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আমাদের বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সক্ষমতা আছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ে আমরা একটি অগ্রণী ব্যবস্থা নিয়েছি। যেন আগামীতে সমস্যা না হয়।

শুক্রবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সঙ্কটে আমাদের নাগরিক দায়িত্ব’ শীর্ষক আলোচনা এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের অভাব না থাকলেও আগাম সতর্কতা হিসাবে সরকার সাশ্রয়ের দিকে গেছে। আমাদের সক্ষমতা আছে, তবুও আমরা ইচ্ছা করে নিজেদের সংযম করার জন্য একটা উদ্যোগ নিয়েছি, যেন আগামীতে সমস্যা না হয়।

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। সে কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। অনেক দেশে খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। তবে ইন্দোনেশিয়া আমাদের ভোজ্য তেল দেবে। আর বিদ্যুৎ নিয়ে আমাদের আরো সাশ্রয়ী হতে হবে।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন সংগঠনটির নেতারা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের আরো একটি সুখবর দিতে চাই। গ্রিসে ১৮-২০ হাজার অবৈধ বাংলাদেশী আছেন। তাদের বৈধতা দেবে তারা।

Exit mobile version