Site icon The Bangladesh Chronicle

দেশে খাদ্য সঙ্কটের বিএনপির আশা পূরণ হবে না : কৃষিমন্ত্রী

দেশে খাদ্য সঙ্কটের বিএনপির আশা পূরণ হবে না : কৃষিমন্ত্রী – ফাইল ছবি


কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে খাদ্য সঙ্কট হোক বিএনপির এই আশা পূরণ হবে না।

আব্দুর রাজ্জাক শুক্রবার সকালে রাজধানীর শ্যামপুর মডেল স্কুল মাঠে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি, স্বাধীনতাবিরোধী শক্তি ও কিছু বুদ্ধিজীবী দেখতে চায় দেশে খাদ্য নিয়ে হাহাকার হোক, দুর্ভিক্ষ হোক। তারা মনে করে দেশে দুর্ভিক্ষ হবে, রাস্তাঘাটে মানুষ না খেয়ে মরে পড়ে থাকবে। আর তা নিয়ে আন্দোলন করে শেখ হাসিনার সরকারের পতন ঘটাবে।

তাছাড়া, প্রধানমন্ত্রী খাদ্য সহযোগিতা নিয়ে মানুষের পাশে আছেন। কাজেই, শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবেন, তত দিন দেশে কখনো খাদ্য সঙ্কট হবে না, কোনো দুর্ভিক্ষও হবে না।

অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো: আজাহার প্রমুখ বক্তব্য রাখেন।
সূত্র : বাসস

Exit mobile version