- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ সেপ্টেম্বর ২০২২
বিএনপি যদি দেশের সংবিধান মেনে থাকে, দেশের আইন মানে তাহলে তাদের অবশ্যই নির্বাচনে আসা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কি না এটা তাদের ব্যাপার। এটা আমরা বলতে পারব না। তবে আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। এছাড়া আমাদের অনেক রাজনীতিবিদ তারা প্রতিদিন এ নিয়ে অনেক কথা বলছেন আপনারা নিশ্চয়ই শুনছেন। নির্বাচন চর্চার বিষয়। মারামারি হানাহানি নয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই জাতি আশা করে।’
মন্ত্রী বলেন, ‘আমি ছোট একটি মন্ত্রণালয় নিয়ে কাজ করি। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। কোন জেলায় কি কাজ হচ্ছে তা আমার দফতরের সাইনবোর্ডে লিখা থাকে। আমাদের হাওর এলাকা সব সময় অবহেলিত। এখন একটি বড় কাজ হচ্ছে সেটি হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে। এটি হাওর এলাকার জন্য অনেক বড় মাইল ফলক।’
উচ্চ শিক্ষার যে স্বপ্ন সেটি এখন হাওরবাসী পূরণ করতে পারবে। ইতোমধ্যে ভিসি নিয়োগ হয়েছে ধীরে ধীরে আরো কাজ হবে আশা করি।
মন্ত্রী আরো বলেন, দ্রব্যমূল্য ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে আরো আসবে। আমরা সবসময় চেষ্টা করি মানুষ যাতে স্বস্তির মধ্যে থাকে। এছাড়া বিশ্বব্যাপী সঙ্কট চলছে। এ জন্য আমাদেরকে আরো সাশ্রয়ী হতে হবে।
সূত্র : ইউএনবি