Site icon The Bangladesh Chronicle

দেশের জন্য আইপিএল-পিএসএল ছাড়লেন সাকিব

দেশের জন্য আইপিএল-পিএসএল ছাড়লেন সাকিব – ছবি : সংগৃহীত

এবারের আইপিএলের ড্রাফটে দেখা মেলেনি সাকিব আল হাসানের নাম। পিএসএলের ড্রাফটে শুরুতে নাম দেখা গেলেও হঠাৎ সরিয়ে নেন তিনি। ফলে ক্রিকেট পাড়ায় প্রশ্ন উঠে, কেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন সাকিব?

উত্তরটা দিলেন সাকিব নিজেই। সোমবার যুক্তরাষ্ট্রের এক আয়োজনে অংশ নিয়ে এই মুখ খুলেন তিনি। জানান, জাতীয় দলকে সময় দিতেই জনপ্রিয় এই দুই আসরে এবার নাম দেননি তিনি।

আইপিএলের গত আসরে সাকিব আল হাসানকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। তবে সেবার জাতীয় দলের ব্যস্ততায় নাম প্রত্যাহার করে নেন সাকিব। খেলেননি একটা ম্যাচেও।

এদিকে জানা গিয়েছিল পিএসএলে খেলার জন্য ড্রাফটে নাম দিয়েছেন। নাম ছিল সর্বোচ্চ মূল্য তালিকায়। তবে হঠাৎ সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান সাকিবে নিজেই।

কেন এমন সিদ্ধান্ত, এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘আইপিএলে নাম দেইনি। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি নামটা সরিয়ে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি।’

এগুলো ছাড়াও বিশ্বের আরো কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের। তবে জাতীয় দলকে সময় দেয়ার জন্য এসব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট স্যাক্রিফাইস করবেন বলে জানান সাকিব নিজেই। বলেন, ‘আগে যে ফ্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব।’

Exit mobile version