Site icon The Bangladesh Chronicle

দেশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে : মির্জা ফখরুল

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। – ছবি : নয়া দিগন্ত


রাজনৈতিক ইতিহাসে শুধু একজনকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তারা এ চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবার ভিন্ন কৌশলে সেই দর্শন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। অনেকাংশই তারা সফল হয়েছে। এখন পাঠ্যপুস্তকে একজন নেতা ছাড়া অন্য কারো নাম নেই, ইতিহাস নেই। ফলে শিক্ষার্থীরা রাজনীতিতে একজনের নাম ছাড়া কারো নাম জানে না। এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও শেরেবাংলা এ কে ফজলুল হকের নাম ভুলে যাওয়ার অবস্থায় পৌঁছেছে।’

বুধবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তি‌নি ব‌লেন, ‘রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে, বিরোধী দলের রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে রাখা হয়েছে। এই যে মিথ্যাচার, এর জন্যই আমরা প্রতিনিয়ত বলি যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। আর এজন্যই শেরেবাংলা এ কে ফজলুল হকের মতাদর্শ আমাদের জন্য প্রাসঙ্গিক।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতিকে এক দলীয়করণের দিকে নিয়ে গিয়ে গণতন্ত্রকে সরিয়ে দিয়ে ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে। এই বিষয়গুলো সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে করছে। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার বিষয় নয় বরং এটাকে দার্শনিকভাবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে সরকার। আর এ কাজগুলো করার জন্য দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।’

নিউমার্কেটের ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষে ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ‘সংঘর্ষে দু’জন প্রাণহানির ঘটনায় পুলিশ প্রথমেই বিএনপি নেতাদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে। অথচ সমস্ত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে এ ঘটনার জন্য মূলত দায়ী ছাত্রলীগের সন্ত্রাসীরা।’

কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাচ্চাদের ফুটবল খেলার মাঠ দখল করে থানা বানানো হচ্ছে। এরকম অসংখ্য ঘটনা, আজকে সারা বাংলাদেশের মানুষের কোথাও কোনো নিরাপত্তা নেই। বরং কি করে তাদের আরো বেশি হয়রানি করা যায় সে ব্যবস্থা করা হচ্ছে।’

শেরেবাংলা জাতীয় যুব ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর বিএনপি নেতা ইশরাক হোসেন, সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন স্বপন প্রমুখ।

Exit mobile version