ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিগত ১২ বছরে এমন ঘটনা ঘটেনি। সম্প্রতি এসব ঘটছে। দুই বছর পরে জাতীয় নির্বাচন। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই নাশকতা করে, বোমা ফাটিয়ে অসাম্প্রদায়িক দেশকে সাম্প্রদায়িক বানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। এ কারণে তারা এভাবে নাশকতা চালাচ্ছে। এদের সঙ্গে দেশিয় ও আন্তজার্তিক চক্র কাজ করছে।

বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুরের মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপরে দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে বটেরহাট দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক মতমিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে মনোরঞ্জন গোপাল এমপি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত বর্ম বক্তৃতা করেন। এ সময় রংপুরের জেলা প্রশাসক আহসান হাবীব, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন। তিনি সংবিধানে যার যার ধর্ম সেই সেই পালন করবে বলে উল্লেখ করেছেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দীর্ঘ ১২ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন হচ্ছে। ক্ষমতালোভী কুচক্রি মহল সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ইর্ষান্বিত হয়ে অতৎপরতা চালাচ্ছে। ওরা সেই দল যারা ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, যারা পাকিস্তানি কায়দায় চলে।’

তিনি আরও বলেন, ‘অসাম্প্রদায়িক দেশকে যারা সাম্প্রদায়িক বানাতে চায় তাদের কঠোর হাতে দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।’

উপস্থিত জনসাধারণকে উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যককে সচেতন থাকতে হবে। ভয় করে মুখ বন্ধ রাখলে চলবে না, এদের চিহ্নিত করতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকার কারণেই উন্নয়ন সম্ভব হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে নাশকতাকারীদেরও প্রতিহত করতে হবে।’