Site icon The Bangladesh Chronicle

দেশপ্রেমিক জনগণ ভোট দিতে যাবে না: গণতন্ত্র মঞ্চ

সংসদ নির্বাচন স্থগিত করে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, কোনো দেশপ্রেমিক মানুষ সরকারের এই প্রহসনের নির্বাচনে ভোট দিতে যাবে না। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোট বর্জনের গণসংযোগ শেষে এক সমাবেশে তারা এসব কথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার নির্বাচনের এক-দু’দিন আগে দেশে ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে। বাস্তবে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে সারাদেশে বিভিন্ন বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখে একটি ভোট ভোট খেলার আয়োজন করা হয়েছে।

ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বলেন, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ হলে দেশের ইতিহাসে আরেকটি কালো অধ্যায় যুক্ত হবে।

সমকাল
Exit mobile version