Site icon The Bangladesh Chronicle

দুর্নীতি করে অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

 


মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

জ্বালানি খাতকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। দুর্নীতি করে অর্থনীতি ধ্বংস করেছে তারা; এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দুর্নীতি, জ্বালানি সংকটের উৎস’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রতি মুহূর্তে মিথ্যাচার করছে। জনগণকে বোকা বানিয়ে দেশ চালাচ্ছে তারা।

 

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষকে জালিমদের হাত থেকে মুক্ত করতে হবে। অবৈধ এই সরকারের আর ক্ষমতায় থাকার সুযোগ নেই। অবিলম্বে পদত্যাগ করতে হবে তাদের। নতুন নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।

 

/এমএন

Exit mobile version