Site icon The Bangladesh Chronicle

দুদক: টিউলিপের পক্ষে কেউ আদালতে আসেননি, স্কাই নিউজের দাবি ভিত্তিহীন

রাজউকের প্লট দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের আইনজীবীকে তথ্য দিতে বাধা দেওয়ার যে অভিযোগ ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ করেছে, তাকে ‘ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য’ বলে প্রত্যাখ্যান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আইনজীবীরা জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকের পক্ষে কোনো আইনজীবী আদালতে আসেননি বা তথ্য চেয়ে কোনো যোগাযোগও করেননি।

টিউলিপ সিদ্দিক

৩১ জুলাই স্কাই নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়, রাজউকের প্লট অধিগ্রহণে অনিয়মের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলার তথ্য জানতে তার আইনজীবী গত সপ্তাহে প্রতিদিন আদালতে হাজির হলেও তাকে কোনো তথ্য দেওয়া হয়নি।

এই প্রতিবেদনের জবাবে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, ‘টিউলিপ সিদ্দিকের পক্ষে স্কাই নিউজে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। মামলা দায়েরের পর এর বিবরণের জন্য কোনো আইনজীবী আদালতে হাজির হননি। ৩১ জুলাই পর্যন্ত কোনো আইনজীবী দুদকের সঙ্গেও যোগাযোগ করেননি। এমনকি তারা আনুষ্ঠানিকভাবে মামলা সম্পর্কিত কোনো তথ্যের জন্য অনুরোধও করেননি।’

দুদকের আরেক আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ পলাতক আসামিদের আইনি প্রতিনিধিত্বের সুযোগ নেই উল্লেখ করে বলেন, ‘পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের কোনো বিধান নেই। যদি কেউ গোপনে আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে চান, তাহলে তাদের প্রথমে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায়, আসামিদের আইনজীবী ছাড়াই বিচার চলবে।’

তিনি আরও যোগ করেন, ‘মামলা দায়েরের পর থেকে টিউলিপ ও অন্যদের বিরুদ্ধে একজনও আসামিপক্ষের আইনজীবী উপস্থিত হননি। মামলার তথ্য পেতে কাউকে বাধা দেওয়া হয়েছে—এমন দাবি ভিত্তিহীন এবং গুজব ছাড়া আর কিছুই নয়।’

এদিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বেঞ্চ সহকারী বিল্লাহ হোসেন এবং ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ৩১ জুলাই পর্যন্ত আসামিপক্ষ থেকে আদালতে কোনো আবেদন দাখিল করা হয়নি।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এবং ৫-এর বিচারক নতুন রাজউক প্রকল্পে প্লট অধিগ্রহণে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ২৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।

একই দিনে অভিযোগ গঠনের শুনানি শেষে আদালত মামলাগুলোতে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১১ এবং ১৪ আগস্ট তারিখ নির্ধারণ করেন।

চলতি বছরের জানুয়ারি মাসে দুদক এই মামলাগুলো দায়ের করেছিল। অভিযোগ ওঠার পর ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক সেদেশের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

Exit mobile version