তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাজেভাবে হারে বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে সিরিজে সমতা ফেরাতে চায় টাইগাররা। আজ বুধবার ৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে শান্ত-লিটনরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে পাত্তা না পেলেও এ ম্যাচের আগে বাংলাদেশের প্রেরণার নাম দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। কারণ এই স্টেডিয়ামে ম্যাচ হারে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে তাদের মাটিতে এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেটি এই অরুণ জেটলি স্টেডিয়ামে ২০১৯ সালে। ওই ম্যাচে ভারতকে ১৪৮ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। তিন বল থাকতে তুলে নিয়েছিল ৭ উইকেটের জয়। তবে ৬০ রানের ইনিংস খেলা মুশফিক দলে নেই। ৩৯ রান করা সৌম্য কিংবা ২৬ রান করা নাঈম শেখও দলের বাইরে।
দিল্লিতে সর্বশেষ জয়টা এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে। ম্যাচটি সাকিবের ‘টাইমড আউট’ হিসেবেই বেশি পরিচিত। ওই ম্যাচে শ্রীলঙ্কার ২৭৯ রান তাড়া করে জয় পায় বাংলাদেশ। এবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে লিটন-শান্তরা-মুস্তাফিজ-রিশাদরা কেমন খেলেন সেটাই দেখার অপেক্ষা।
দিল্লির এই ম্যাচে তাই জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। যেখানে বদল আসতে পারে একাদশেও। ধারণা করা হচ্ছে, ওপেনার পারভেজ হোসেন ইমনের জায়গায় সুযোগ মিলতে পারে তানজিদ হাসান তামিমের। এছাড়া জাকের আলীর জায়গায় সুযোগ মিলতে পারে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদীর। পেস আক্রমণেও আসতে পারে পরিবর্তন। তাসকিনের পরিবর্তে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
samakal