Site icon The Bangladesh Chronicle

দল পাননি সাকিব, খেলা হচ্ছে না আইপিএলে

দল পাননি সাকিব, খেলা হচ্ছে না আইপিএলে – ছবি : সংগৃহীত


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলের) মেগা নিলামের দ্বিতীয় দিনেও ডাকা হয়েছিল সাকিব আল হাসানের নাম। কিন্তু আগ্রহ দেখায়নি কোনো ফ্র‍্যাঞ্চাইজি। অর্থাৎ আইপিএলের ১৫ আসরে আর খেলার সুযোগ থাকছে না বাংলাদেশ অলরাউন্ডারের।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) টানা পাঁচ ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন সাকিব। দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে নিজের দল ফরচুন বরিশালকে তুলেছেন বিপিএলের শেষ চারে। আইপিএলের নিলাম তাই সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন সাকিব। কিন্তু সবাইকে চমকে দিয়ে মেগা নিলাম প্রথম দিনে অবিক্রীতই থেকে গিয়েছিলেন তিনি।

মেগা নিলামের প্রথম দিনে অলরাউন্ডার ক্যাটাগরির শুরুর দিকেই সাকিবকে ডেকেছিলেন নিলাম সঞ্চালক হিউজ এডমিডেস। কিন্তু ২ কোটি রুপি ভিত্তিমূল্যের বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি কোনো ফ্র‍্যাঞ্চাইজি। তখন অনেক সাকিব ভক্তই আশা করেছিলেন দ্বিতীয় দিনের নিলামে দল পাবেন তিনি। কিন্তু এদিনও সাকিবকে দলে ভেড়ায়নি কোনো ফ্র‍্যাঞ্চাইজি।

গত বছর নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এর আগে সানরাইজার্স হায়দরাবাদেও খেলেছেন তিনি।

Exit mobile version