Site icon The Bangladesh Chronicle

তুর্কি মেসির গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ

তুর্কি মেসির গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ

লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। এই জয়ে টেবিলের দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ব্যাবধান দাড়ালো ১৪।

এদিন তারকা ফুটবলারদের বিশ্রামে রেখেই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে খেলা ৯ ফুটবলার ছিলেন না মূল একাদশে। নিয়মিত একাদশের ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামকে বেঞ্চে বসিয়ে রাখেন আনচেলত্তি।  তবে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি লস ব্লাঙ্কোসদের।

ম্যাচের ২৯ মিনিটে তুর্কি মেসি হিসেবে পরিচিত আর্দা গুলারের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ছয় গজ বক্সের বাইরে থেকে দানি কারভাহালের পাস পেয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান গুলার। এ নিয়ে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের হয়ে লিগে শুরুর একাদশে নেমে গোল করলেন এই তরুণ ফুটবলার।

ম্যাচ শেষে জয়ের নায়ক গুলারকে প্রশংসায় ভাসিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আর্দা গুলার গোল করেছে, সে ভবিষ্যতে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে। কোনো সন্দেহ নেই যে আগামী বছর সে এখানেই থাকছে।’

ম্যাচ জিতে শিরোপা জয়ের খুব কাছে রয়েছে রিয়াল। তবে একাদশে আমূল পরিবর্তন আনলেও আনচেলত্তির কাছে এই ম্যাচটিও ছিল অন্য ম্যাচের মতো সমান গুরুত্বপূর্ণ। ৬৪ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘এটা অনেকটা নিশ্চিত যে অনেকে ভেবেছিল আমরা এখানে বেড়াতে এসেছি, তবে খেলোয়াড়রা তেমনটা ভাবেনি। আমি তাদের নিয়ে গর্বিত, কারণ তাদের মনে জয়ের আকাঙ্ক্ষাটা সবসময় থাকে।’

samakal

Exit mobile version