Site icon The Bangladesh Chronicle

তামিম-সাদমানের ব্যাটিং চমক


প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয়টিতে নেমেই দারুণ ফিফটির দেখা পেয়েছেন তামিম ইকবাল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তামিমের সঙ্গে সাদমানের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটের দারুণ জয়ও পেয়েছে রায়ান কুক একাদশ।

ক্রিকেটাররা রায়ান কুক ও ওটিস গিবসন একাদশ নামে দুই দলে ভাগ হয়ে খেলেছেন দুটি প্রস্তুতি ম্যাচ। বৃষ্টির কারণে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিল। শেষ দিনে তা রূপ নেয় ওয়ানডের মতো। ম্যাচের প্রথম দিন সোমবার ৮ উইকেটে ২৪৮ তুলেছিল গিবসন একাদশ। মঙ্গলবার দ্বিতীয় দিনের শুরু থেকেই বৃষ্টির হানা। বৃষ্টির কারণে দুপুর পর্যন্ত মাঠে বল গড়াতে পারেনি। পরে খেলা শুরু হলে কুক একাদশের টার্গেট দাঁড়ায় ৪৩ ওভারে ২০০ রান।

তামিম-সাদমানের সাবলিল ব্যাটিং এমন লক্ষ্য সহজেই স্পর্শ করে কুক একাদশ। দুজন উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ১০৭ রান। তামিম ইকবাল ৮০ বলে ১০টি চারে করেন ৬৪ রান। সাদমান ৯৯ বলে ৯টি চার ১টি ছক্কায় করেন ৮৩ রান। পাঁচ নম্বরে নেমে ৩৮ বলে ২৪ করেন ইয়াছির আলি রাব্বি। ৪১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছায় রায়ান কুক একাদশ।

ওটিস গিবসন একাদশ: সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

রায়ান কুক একাদশ: তামিম ইকবাল, ইয়াছির আলী, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও মোহাম্মদ আল-আমিন হোসেন।

Exit mobile version