Site icon The Bangladesh Chronicle

তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে বরিশালের দাপুটে জয়

তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে বরিশালের দাপুটে জয়

তামিম ইকবালের বিধ্বংসী ইনিংসে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৯ জানুয়ারি) টস হেরে প্রথমে ব্যাট করে রাজশাহী ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়। বরিশালের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন শাহীন শাহ আফ্রিদি, যিনি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২টি উইকেট নেন।

রাজশাহী ইনিংসের শুরুটা দারুণ হয়। ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম মিলে ৩.৪ ওভারে ৩০ রান যোগ করেন। হারিস ২২ রান করে আউট হলে সঙ্গী হারান জিশান। তবে তিন ম্যাচ পর একাদশে সুযোগ পাওয়া জিশান ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা।

ইনিংস বড় করার দায়িত্ব নেন ইয়াসির আলি রাব্বি ও এনামুল হক বিজয়। তারা মিলে তৃতীয় উইকেটে ৩৫ বলে ৪৮ রানের জুটি গড়েন। ইয়াসির ৩৭ রানে ফিরলে ধীরগতির হয়ে যায় রাজশাহীর ইনিংস। শেষ ৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেও দলটি তুলতে পারে মাত্র ৩৫ রান।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ধীরগতির ছিল বরিশালের। প্রথম ১৮ বলে মাত্র ১২ রান তুললেও ধীরে ধীরে রানের গতি বাড়াতে শুরু করে তারা। ৪ ওভারের মাথায় আউট হন প্রিতম কুমার। এরপর তামিম ইকবালের সঙ্গে জুটি বাঁধেন কাইল মায়ার্স।

দ্বিতীয় উইকেটে মাত্র ১৫ বলে ৪১ রান যোগ করেন তামিম ও মায়ার্স। মায়ার্স ১১ বলে ২৪ রান করে আউট হলেও, তামিমের ব্যাটিং তাণ্ডব থামেনি। তিনি মাত্র ২৮ বলে ফিফটি পূর্ণ করেন এবং এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন।

৪৮ বলে ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তামিম। ইনিংস শেষ করেন একটি ছক্কা মেরে। মুশফিকুর রহিমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ২৪ বলে ৩৪ রান করেন।

এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রংপুর রাইডার্স, আর দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স অবস্থান করছে দ্বিতীয় স্থানে।

samakal

Exit mobile version