ঢাকা
ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না, এমন সিদ্ধান্ত জানানোর পরই বিপিএলে নেমে দারুণ এক শতক করেছিলেন তামিম ইকবাল। সে ফর্মটা টেনে এনেছেন পরের ম্যাচেও, ৩৫ বলে ৪৬ রানের ইনিংসে ভালো শুরু এনে দিয়েছেন মিনিস্টার ঢাকাকে।
মাহমুদউল্লাহর প্রতিক্রিয়া এরপর কিছুটা মিশ্র হতেই পারে! ঢাকার অধিনায়ক হিসেবে খুশি, কিন্তু বাংলাদেশের অধিনায়ক হিসেবে হতে পারে আক্ষেপ। তবে মাহমুদউল্লাহ বলছেন, তামিমের সিদ্ধান্তকে সম্মান করেন তিনি। অবশ্য তামিম যে ফর্মে আছেন, মনে করিয়ে দিয়েছেন সেটিও।
ঢাকা পর্বে ৪ ম্যাচের ৩টিতেই হেরেছিল ঢাকা। তবে চট্টগ্রাম পর্বে তারা জিতল টানা ২ ম্যাচ। আজ কুমিল্লার বিপক্ষে ম্যাচে অবশ্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ, ৪১ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলার পর ৩ ওভারে দিয়েছেন ১৭ রান।
মাহমুদউল্লাহ বলছেন, এর আগেও দল হিসেবে খুব খারাপ করেননি তাঁরা, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, সবকিছু ধারাবাহিকভাবে মসৃণ হবে না। আপনি চাইবেন দল হিসেবে সব মসৃণ থাকুক। কিন্তু আপনি হারবেন, প্রত্যাশা অনুযায়ী লক্ষ্য পূরণ করতে পারবেন না। সার্বিকভাবে আমরা ভালোই খেলেছিলাম। কিন্তু কিছু ছোটখাটো ভুলের কারণে বা দুর্ভাগ্যের কারণে জিততে পারিনি।’
সর্বশেষ দুই ম্যাচে জয়ে অবদান রাখায় তামিমের আলাদা করে প্রশংসা করেছেন তিনি, ‘গত দুই ম্যাচে ছেলেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা দুর্দান্ত। বিশেষ করে তামিম এখানে ১০০ করল, এটা অসাধারণ ইনিংস ছিল।
শেহজাদ খুব ভালো ব্যাটিং করেছে। আজ তামিম দারুণ শুরু এনে দিয়েছে। অনেক ভালো ব্যাটিং করছে। প্রত্যেকটা ছেলেই অবদান রাখার চেষ্টা করছে, কষ্টও করছে। আমরা এই মুহূর্তে খুশি। তবে এই ক্ষুধা থাকতে হবে। আরও সাফল্যের জন্য চেষ্টা করতে হবে।’
তামিমের ব্যাটিংয়ের ওপর দল ভরসা করতে পারে, সেটাও মনে করিয়েছেন মাহমুদউল্লাহ, ‘আপনি সিনিয়র খেলোয়াড় হন আর তরুণ বা নতুন খেলোয়াড় হন, দায়িত্ব সবারই সমান। তামিম যখন ব্যাটিং করে, ওর ব্যাটিংয়ে যে শান্ত ভাব থাকে, সেটির ওপর ভরসা করতে পারি। নির্দিষ্ট কিছু ওভারকে ও লক্ষ্য করে খেলে। সে জানে কীভাবে তার ইনিংস গড়ে তুলতে হবে। ও যখন সেঞ্চুরিটা করল, আমি অনেক দিন পর এত দুর্দান্ত একটা ইনিংস দেখতে পেয়েছি। কারণ, যেভাবে ও ইনিংস তৈরি করেছে, তা দেখা দারুণ ছিল। খুব বেশি ও রকম কিছু চেষ্টা করেনি। ও ওর “স্ট্রং জোনে” ছিল, “শেপে” ছিল। উপযুক্ত বল পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে। শেহজাদও দারুণ খেলেছে।’
তবে সেই তামিমকে আপাতত জাতীয় দলে পাবেন না মাহমুদউল্লাহ। বিপিএলের মধ্যে নাকি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি তাঁর তামিমের সঙ্গে, ‘সে শুধু তার মতটা জানাতে পারে, এটা পুরোপুরি তার মত। ওর ওয়ার্ক লোড কীভাবে সামলাবে, সেটা তার ওপর নির্ভর করছে। আমার সঙ্গে সেভাবে কথা হয়নি। যেহেতু একটা টুর্নামেন্টের মাঝপথে আছি। আমরা যেটা জানি, বোর্ডের সঙ্গে ওর কথা হয়েছে। আমি ওর সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে সে খুব ভালো ফর্মে আছে।’
টানা দ্বিতীয় জয়ের পর স্থানীয় বোলারদেরও আলাদা করে কৃতিত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ, ‘আমাদের স্থানীয় বোলারদেরও কৃতিত্ব দিতে চাই। রুবেল (হোসেন) উইকেট বের করে দিয়েছে। ইবাদত (হোসেন) সত্যি ভালো করছে। ম্যাশ (মাশরাফি বিন মুর্তজা) যোগ দিয়েছে। আমার অভিজ্ঞতা বলে, টি-টোয়েন্টি বোলারদের খেলা। তারা ম্যাচ জেতাতে পারে, ট্রফি জেতাতে পারে।’