Site icon The Bangladesh Chronicle

তামিমের কথা শুনে মেজাজই গরম হয়েছিল পাপনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন তামিম ইকবাল। ছবি: আজকের পত্রিকাদীর্ঘদিন ধরেই তামিম কোমরের সমস্যায় ভুগছিলেন। তাঁর সমস্যা মেরুদণ্ডের কোমরের দিকের অংশে। এটি প্রথমবার তিনি অনুভব করেন ২০২২ সালের শেষ দিকে। তখন বিসিবির মেডিকেল বা চিকিৎসা বিভাগকে তিনি জানিয়েছিলেনও। সর্বশেষ লন্ডনে আবার সেটারই চিকিৎসা করিয়ে এসেছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ স্বীকার করেই নিয়েছেন, যথাযথ চিকিৎসা হয়নি তামিমের।

পাপনের পাশেই থাকা তামিম যোগ করলেন, ‘২০২২ সালের নভেম্বরে আমার সমস্যাটা পাপন ভাইকে জানিয়েছিলাম। আমি আগে কখনো রিপোর্ট পাপন ভাইকে পাঠাইনি। (চার-পাঁচ দিন আগে) যখন প্রথম পাঠাই, তখন তিনি জানতে চাইলেন, আমাকে আগে কেন জানানো হয়নি? এটা নিয়ে আজ অনেক আলোচনা করেছি। এটা আর কারও সঙ্গে হওয়া উচিত না।’

পাপন এখানে হতবাকই হয়েছেন। বললেন,  ‘আমার তো মেজাজই গরম হয়ে গেল ওর কাছ থেকে রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আরও তদন্ত করে বের করা দরকার। যেভাবে আমাদের উপস্থাপনা করা হয়েছে, বাস্তবতার সঙ্গে পার্থক্য আছে। ভবিষ্যতে যেন এটা আর না হয়, সেটা নিয়ে বসব। ২০২২ সালে যদি এটা হয়ে থাকে,এত দিনে ভালো হয়ে যাওয়ার কথা, যদি  ঠিকঠাক চিকিৎসা হলে। কোনো না কোনা ভাবে এটা নিয়ে অবহেলা করা হয়েছে। এ কারণে আজ এত দিন পর বিশ্বকাপের দ্বারপ্রান্তে এসে এটা আমাদের শুনতে হচ্ছে। আগে থেকে শুনলে এমনটা হয়তো হতো না।’

২৫ জুলাই লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন তামিম। সেখানে ব্যথানাশক ইনজেকশন নিয়ে দুইদিন পর্যবেক্ষণ ছিলেন। পর্যবেক্ষণের পর ভালো বোধ করা তামিম গত সোমবার চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরেছেন। আর আজ পাপনের বাসায়  বিসিবির সঙ্গে জরুরি বৈঠকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম।পুরোপুরি ফিট না হওয়ায় খেলছেন না এশিয়া কাপ।

Exit mobile version