Site icon The Bangladesh Chronicle

তবে কি দেশের খেলা ছেড়ে আইপিএল খেলবেন মোস্তাফিজ?

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান

একদিকে যখন রেকর্ড পারিশ্রমিকে মোস্তাফিজুর রহমানের আইপিএলে যোগ দেবার খবর ভাসছে গণমাধ্যমে, অন্যদিকে কিংকর্তব্যবিমূঢ় বিসিবি। তাদের কাছে খবরটা হয়ে এসেছে বিস্ময়।

বিস্মিত হবার কারণও আছে। তাদের দাবি, আইপিএলে খেলার জন্য বিসিবির কাছে এখনো কোনো অনাপত্তিপত্র চাননি বাংলাদেশ দলের এই বাঁহাতি পেসার। যোগোযোগ করা হয়নি ফ্রাঞ্চাইজি থেকেও।

শেষ পর্যন্ত অবশ্য মুস্তাফিজ আইপিএল খেলতে যাচ্ছেন কি না, সেটাও এখন বড় প্রশ্ন। আর যদি যান তবে কিভাবে যাবেন সেটা নিয়েও ভাবতে হবে। কেন না জাতীয় দলের ব্যস্ত সূচি সামনে।

ইতোমধ্যে জাতীয় দলের সাথে গতরাতে (বুধবার) আরব আমিরাতে পাড়ি দিয়েছেন মোস্তাফিজ। তাকে দলে রেখেই আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল দেয় বিসিবি।

শুধু তাই নয়, চলতি মাসেই আছে পাকিস্তান সিরিজও। পাকিস্তানের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এমতাবস্থায় আইপিএল খেলার ছুটি পাবেন তো!

এই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ‘এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু জানা নেই। মোস্তাফিজ এনওসির জন্য আবেদন করেননি। যেহেতু দিল্লি তাদের পেজে জানিয়েছে, হয়তো তার সাথে আগেই হয়তো কথা বলে রেখেছে। ছাড়পত্রের আবেদন পেলে সেটি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

এদিকে বিসিবি’র সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ পাইনি। এমনকি মুস্তাফিজুরের পক্ষ থেকেও আমি কোনো আনুষ্ঠানিক বার্তা পাইনি।’

উল্লেখ্য, আইপিএল ২০২৫-এর বাকি অংশের জন্য মোস্তাফিজুর রহমানকে দলে নেয়ার ঘোষণা দেয় দিল্লি ক্যাপিটালস। তাদের ফেসবুক পেইজ থেকে আসে এই ঘোষণা। যা বিভিন্ন গণমাধ্যম ফলাও করে প্রচার করে।

মূলত ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে আইপিএল ছেড়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যান জেক ফ্রেজার- ম্যাকগার্ক। তবে খেলা আবারো মাঠে গড়ালেও আর ফিরছেন না তিনি। তার বিকল্প হিসেবেই মোস্তাফিজকে নিয়েছে দিল্লি।

১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তান সিরিজ শুরু হবার কথা ২৫ মে। যদিও পিএসএল ফাইনালের সাথে সাংঘর্ষিক হওয়ায় সেখানে পরিবর্তন আসতে পারে।

অন্যদিকে আইপিএলের পয়েন্ট তালিকায় দিল্লি এখনো আছে সেরা চারের দৌঁড়ে। ফলে প্রতিটি ম্যাচই তাদের গুরুত্বপূর্ণ। লিগ পর্বে ১৮ মে গুজরাট টাইটান্স, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাবের বিপক্ষে খেলবে দিল্লি।

জানা গেছে, ম্যাচগুলোতে তারা খুব করেই চাচ্ছে মোস্তাফিজকে। এখন দেখার বিষয়, মোস্তাফিজের আবেদনের পরিপ্রেক্ষিতে আরব আমিরাত সিরিজ থেকে তাকে ছুটি দেয় কিনা বিসিবি।

Exit mobile version