Site icon The Bangladesh Chronicle

ঢাবি ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঢাবি ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ – ছবি : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নব গঠিত কমিটির ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেয়ে শেষ হয়।

এ সময় ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান আসলাম, কেন্দ্রীয় নেতা সালেহ আদনান, প্রচার সম্পাদক সানিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সাক্ষাৎ করার কথা ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব গঠিত কমিটির। বিকেলে নেতৃবৃন্দ ভিসির সাথে দেখা করতে গেলে ছাত্রলীগ হামলা চালায়। এতে বিশ্ববিদ্যাল ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক নেতাকর্মী আহত হয়।

এদিকে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, হামলার কঠোর জবাব ও আগামীতে তাদের সকল অগণতান্ত্রিক আচরণকে কঠোর হস্তে মোকাবেলার কথা জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

Exit mobile version