Site icon The Bangladesh Chronicle

ঢাকা উত্তরসহ চার মহানগর ও পাঁচ জেলা বিএনপির কমিটি ঘোষণা

ঢাকা উত্তরসহ চার মহানগর ও পাঁচ জেলা বিএনপির কমিটি ঘোষণা

দেশের পাঁচ জেলা ও চার মহানগরে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে আংশিক আহ্বায়ক কমিটি ছাড়াও শেরপুর জেলা ও ময়মনসিংহ মহানগর দক্ষিণে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল মহানগরে আহ্বায়ক কমিটি ও সিলেট মহানগরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এদিকে মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুষ্টিয়া জেলায় আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি
ঢাকা মহানগর উত্তরে বিএনপির আংশিক কমিটির আহ্বায়ক হয়েছেন আমিনুল হক। পাশাপাশি মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর ও ফেরদৌসী আহমেদ মিষ্টি যুগ্ম আহ্বায়ক, আব্দুর রাজ্জাক যুগ্ম আহ্বায়ক (দপ্তর) এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মোস্তফা জামান।

চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি
চট্টগ্রাম মহানগরে বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হয়েছেন আলহাজ এরশাদ উল্লাহ। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ মিয়া ভোলা, এম. এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস. এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর. ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দীন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) ও মনজুরুল আলম মঞ্জু।

এছাড়াও নাজিমুর রহমান কমিটির সদস্য সচিব এবং সদস্য হিসেবে রয়েছেন ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্কর।

samakal

Exit mobile version