Site icon The Bangladesh Chronicle

ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত পাওয়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বাগেরহাটে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে তথ্য জানানো হয়েছে, রাত সাড়ে ১২টার দিকে ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়েছিল। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। আর উৎপত্তিস্থল মিয়ানমার। ঢাকা থেকে ভূকম্পনের দূরত্ব ৪৭৭ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে ছিল। তবে, ভূকম্পনের উৎপত্তিস্থল মিয়ানমার হওয়ায় চট্টগ্রামের দিকে বেশি ভূকম্পন অনুভূত হয়েছে।

Exit mobile version