Site icon The Bangladesh Chronicle

ঢাকায় হাতিরঝিলের লেকে ভাসছিল নারী সাংবাদিকের লাশ

গাজী টিভির নিউজরুম এডিটর রাহানুমা সারাহ। ছবি: সংগৃহীতগাজী টিভির নিউজরুম এডিটর রাহানুমা সারাহ। ছবি: সংগৃহীতরাজধানীর হাতিরঝিলের পানিতে ভাসমান অবস্থায় রাহানুমা সারাহ (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। তিনি বেসরকারি টেলিভিশন গাজী টিভির (জিটিভি) নিউজরুম এডিটর ছিলেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ওই নারীকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন , রাহানুমার বাসা রাজধানীর কল্যাণপুরে। তাঁর বাবার নাম বখতিয়ার শিকদার।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর বলেন, ‘রাত পৌনে ১টার দিকে হাতিরঝিল প্রথম ব্রিজের নিচে লেকের পানিতে ওই নারী ভাসমান অবস্থায় ছিলেন। পাশেই তাঁর ব্যাগ ভাসছিল। পানি থেকে তুলে তাঁকে দ্রুত প্রথমে ফরাজী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কোনো চিকিৎসা দেননি তারা। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সাগর আরও বলেন, ‘ওই নারী কীভাবে লেকের পানিতে পড়েছেন তা জানতে পারি নাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

Ajker Patrika

Exit mobile version