Site icon The Bangladesh Chronicle

ডোনাল্ড লুর নির্দেশে সব করেছেন সাবেক সেনাপ্রধান

ডোনাল্ড লুর নির্দেশে সব করেছেন সাবেক সেনাপ্রধান

ইমরান খান। ফাইল ছবি

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান দেশটির সাবেক সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়া ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের আদালতে সাক্ষী হিসেবে চেয়েছেন। সোমবার ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে সাক্ষাৎ শেষে বের হয়ে আইনজীবী বাবর আওয়ান সাংবাদিকদের এ তথ্য জানান। খবর দ্য ডনের।

আইনজীবী বাবর জানান, ইমরান খান বলেছেন যে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের ডাকতে হবে; সাবেক সেনাপ্রধানের নামও তিনি নিয়েছেন। দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড হওয়ায় গত সেপ্টেম্বর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন ইমরান। আদালতের নির্দেশে আদিয়ালা কারাগার চত্বরে আদালত বসিয়ে সাইফার মামলার শুনানি চলছে। ওই কারাগারে ইমরান ছাড়াও তাঁর সাবেক সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বন্দি আছেন।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহণের দিন নির্ধারিত রয়েছে। ইমরান খান বলেন, ওই নির্বাচনে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিজয়ী হবে বলে তিনি আশা করছেন।

Exit mobile version