Site icon The Bangladesh Chronicle

ডেঙ্গু আক্রান্ত আরো ২৮৮


দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ২৮৮ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ২৩২ জন ঢাকায় এবং বাকি ৫৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার ৫০৯ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ১৩ হাজার ১৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।

সূত্র : ইউএনবি

Exit mobile version