Site icon The Bangladesh Chronicle

ডেঙ্গু আক্রান্ত আরো ২৭

– ছবি : সংগৃহীত


এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১১০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া নতুন আক্রান্ত আরো ২৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ২৭ জনই ঢাকা বিভাগের।

ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১০৬ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন চারজন ডেঙ্গু রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৮০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৬৯৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

সূত্র : ইউএনবি

Exit mobile version