Site icon The Bangladesh Chronicle

ডিবির ড্রেস পরে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে খুঁজছি: ডিবি প্রধান

ডিবির পোশাক পরে বাসে আগুন দেওয়ার বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ বলেছেন, ‘আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পরে ডাকাতি করা হয়েছে, ছিনতাই করা হয়েছে। আমরা ওই ডাকাতদের গ্রেপ্তার করেছি। একই ভাবে আজ যারা আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পড়ে বাসে আগুন দিয়েছে, তাকে আমরা খুঁজছি। খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করব এবং আমি মনে করি, এরা অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে।’

শনিবার রাতে ডিবি প্রধান এসব কথা বলেন।

ডিবি প্রধান আরও বলেন, পুলিশের যতগুলো গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তেমনিভাবে এই গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালের সব অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে। যারা এ কাজ করেছে তারাই ওই কাজটা করেছে। একটা ড্রেস পরিয়ে বিষয়টাকে ভিন্ন খাতে নেওয়ার পায়তারা যারা করছেন, তারা সফল হবেন না। প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

Exit mobile version