Site icon The Bangladesh Chronicle

ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযানে নামছে ডিবি

অবৈধ ডলার মজুতকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান ডিবি প্রধান হারুন অর রশীদ

ফাইল ছবি/রয়টার্স

ট্রিবিউন ডেস্ক

 জুলাই ২৮, ২০২২

অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযানে নামবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, “ডলারের মূল্যবৃদ্ধির এই সময়ে কেউ যদি অবৈধভাবে তা মজুত করেন, তাহলে মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে ডিবি।”

হারুন অর রশীদ বলেন, “আমরা যদি তথ্য পাই, কেউ ডলার মজুত করছেন, কারও কাছে অবৈধ ডলার তৈরির মেশিন বা সরঞ্জামাদি আছে, তাহলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব।”

অবৈধ ডলার মজুতকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান ডিবি প্রধান হারুন অর রশীদ।

এদিকে, খোলাবাজারে ডলারের কৃত্রিম সংকট সৃষ্টি করে দামের ঊর্ধ্বগতি রোধে ইতিমধ্যে তৎপর হয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ১০টি দল বুধবার রাজধানীর গুলশান, পল্টন ও মতিঝিলের ২০টি মানি চেঞ্জার পরিদর্শন করে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করে। পরিদর্শনকালে সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

Exit mobile version