Site icon The Bangladesh Chronicle

ডলারের বিপরীতে ফের কমলো টাকার মান

bangla.dhakatribune.com

সোমবার রিজার্ভ থেকে ডলার বিক্রিতে নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ

ট্রিবিউন ডেস্ক
 ০২ আগস্ট ২০২৩

ডলারের বিপরীতে আরও কমলো টাকার মান। সোমবার (৩১ জুলাই) রিজার্ভ থেকে ডলার বিক্রিতে নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)।

নতুন সমন্বিত দামে মঙ্গলবার থেকে ১০৯ টাকা ৫০ পয়সা দরে প্রতি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। এ বছরের জুলাই মাসে ডলারের রেট ছিল ১০৯ টাকা।

বর্তমানে রপ্তানিকারকরা প্রতি ডলার পাচ্ছেন ১০৮ টাকা ৫০ পয়সা করে, যেখানে রেমিট্যান্সের ক্ষেত্রে ডলার রেট ১০৯ টাকা এবং আমদানি নিষ্পত্তির জন্য লেনদেন চলছে প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা করে।

২০২২ সালের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ অবস্থা তৈরি হয়। সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম নিয়ন্ত্রণ করতো বাংলাদেশ ব্যাংক।

গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদার ওপর। এরপর থেকে এ দুই সংগঠন মিলে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

Exit mobile version