Site icon The Bangladesh Chronicle

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারত দল ঘোষণা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারত দল ঘোষণা। – ছবি : সংগৃহীত

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করেছে ভারত। পূর্ণ শক্তির ভারত দলে বড় চমক আজিঙ্কা রাহানে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরছেন এই ব্যাটার।

আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের দ্য ওভালে শুরু হবে টেস্টের শ্রেষ্ঠত্বের এ লড়াই। যেখানে ভারতের এবারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গত আসরেও ফাইনাল খেলেছিল ভারত, তবে নিউজিল্যান্ডের কাছে ফাইনালে শিরোপা হাতছাড়া হয় তাদের।

ভারত স্কোয়াড :
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কে এস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

Exit mobile version