- নয়া দিগন্ত অনলাইন
- ২১ আগস্ট ২০২১
আন্তর্জাতিক ক্রিকেটে একই সময়ে খেলেছেন ভারতের শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। তাই বহু আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের মুখোমুখি হয়েছেন টেন্ডুলকার-মুরালিধরন। মুরালির বিপক্ষে রান তুলেছেন টেন্ডুলকার। আবার টেন্ডুলকারকে আউটও করেছেন মুরালি। ক্রিকেটের বহু রেকর্ডকে নিজের করা দু’জনই ক্রিকেট ছেড়েছেন অনেক দিন হলো।
এতদিন পর এসে টেন্ডুলকারের ‘দুর্বলতা’ ফাঁস করলেন মুরালিধরন। তিনি জানান, অফস্পিনে দুর্বলতা আছে টেন্ডুলকারের। তবে লে-স্পিনে স্বাচ্ছন্দ্যে খেলতেন তিনি।
টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার। এমনকি তিন ফরম্যাট মিলিয়ে ১০০ সেঞ্চুরির বিশ্বরেকর্ডও নিজের দখলে রেখেছেন তিনি। অন্য দিকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৮০০ উইকেটের মালিক মুরালিধরন।
ক্রিকেট ক্যারিয়ারে টেন্ডুলকারকে ১৩ বার আউট করেছেন মুরালি। কিংবদন্তি মুরালির মতে, টেন্ডুলকারের দুর্বলতার জায়গা ‘অফ স্পিন’।
‘ক্রিকইনফো’কে দেয়া এক সাক্ষাৎকারে মুরালি বলেন, ‘টেন্ডুলকারকে বল করতে আমি কখনো ভয় পাইনি। কারণ তিনি আমাকে আঘাত করতেন না। কিন্তু শেবাগ আপনাকে আঘাত করবে। টেন্ডুলকার উইকেট আগলে রাখতেন। বল বুঝতে পারতেন। টেকনিকটাও জানা ছিল বেশ।’
তিনি আরো বলেন, ‘আমার ক্যারিয়ারে একটা কথা মনে হতো, অফ-স্পিনের বিপক্ষে ছোট্ট একটা দুর্বলতা আছে শচিনের। লেগ-স্পিনে তিনি মারতেন। কিন্তু অফ-স্পিন খেলতে কিছুটা কঠিন লাগতো টেন্ডুলকারের। কেননা আমি তাকে বহুবার আউট করেছি। আমি দেখেছি, অনেক অফ-স্পিনারই তাকে আউট করেছে।’
মুরালি যোগ করেন, ‘তবে আমি জানি না এটা কেন। কখনো এটা নিয়ে তার সাথে কথাও হয়নি। জিজ্ঞেস করা হয়নি- তুমি কি অফ স্পিনে অস্বস্তিবোধ করো? তবে আমার মনে হয়, তার কিছুটা দুর্বলতা ছিল। এ জন্য অন্যদের তুলনায় আমি বাড়তি সুবিধা পেতাম। টেন্ডুলকার এতটাই কঠিন ছিল, তাকে আউট করা খুবই কঠিন।’
সূত্র : বাসস