Site icon The Bangladesh Chronicle

টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম

তামিম ইকবাল – ছবি : বাসস

ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টি-টেন লিগ খেলতে পারেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য টি-টেন লিগ প্লেয়ার ড্রাফটে আছেন তামিমের। আগামী নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি।

সদ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আয়োজকরা প্লেয়ার ড্রাফটের তালিকায় তামিমের নাম নিশ্চিত করেছে। সেই ড্রাফটে আরো আছেন, জেসন রয়, ডেভিড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স এবং জেমস ভিন্সের মতো অন্যান্য বিদেশী খেলোয়াড়রও।

টি-টেনের দল বাংলা টাইগার্স, ইতোমধ্যে আইকন ও অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম নিশ্চিত করেছে।

এর আগে ২০১৭ সালে পাখতুনসের হয়ে প্রথম আসরে খেলেছিলেন তামিম। শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন ওই দলটি সেমিফাইনালে খেলেছিল। প্রথম ম্যাচে পাঁচটি চার ও চারটি ছক্কায় ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেছিলেন তামিম।

২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসরটি।

সূত্র : বাসস

Exit mobile version