Site icon The Bangladesh Chronicle

টিকে থাকার মন্ত্র শিখে গেছেন জয়

গত ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় মাহমুদুল হাসান জয়ের। অল্প সময়ের ব্যবধানেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই ডানহাতি ক্রিকেটার। দেখিয়েছেন, বড় তারকা হওয়ার সব যোগ্যতাই আছে তার ভেতর। তবে এখনই হাওয়ায় গা ভাসাতে রাজি নন জয়। তিনি ভালোভাবেই জানেন, এই পর্যায়ে টিকে থাকতে চাইলে করতে হবে আরও উন্নতি।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন জয়

দেশের জার্সি গায়ে ইতোমধ্যে চারটি টেস্ট খেলেছেন জয়। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত সে ম্যাচের প্রথম ইনিংসে ৭৮ রান করেন জয়। এরপর সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে সাদা পোশাকে ক্রিকেট প্রথম শতকের দেখা পেয়েছেন চাঁদপুরের এই ক্রিকেটার।

বাংলাদেশের হয়ে খেলা চার টেস্টে কি শিখেছেন? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘অনেক কিছুই শিখেছি। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে আমাকে যে আরও অনেক কিছু শিখতে হবে সেই উপলব্ধিটা হয়েছে। অনেক উন্নতি করার আছে। ঘরোয়া ক্রিকেটে আমি খুব সহজেই রান করেছি। টেস্ট ক্রিকেট তেমন না। এখানে খারাপ বল পাওয়া যায় খুব কম। খারাপ বলের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এটাই বড় শিক্ষা।’

সেঞ্চুরির পর জয়ের উদযাপন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রথম টেস্টে অসামান্য দৃঢ়তা দেখিয়েছেন জয়। প্রথম ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩২৬ বলের মোকাবেলায় করেন ১৩৭ রান। দুর্দান্ত সেঞ্চুরির পর পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস ওভালের দুই ইনিংসেই শূন্য রানে ফিরে যান ২১ বছর বয়সী ওপেনার।

Exit mobile version