Site icon The Bangladesh Chronicle

টাকার দাম আরো কমলো

ডলারের দাম আবারো বাড়ল। – ছবি : সংগৃহীত


বাংলাদেশ ব্যাংক ডলারের বিপরীতে টাকার মান ৫ পয়সা কমিয়েছে। প্রতি ডলারের দাম এখন ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ৯১ টাকা ৯৫ পয়সা ছিল। কেন্দ্রীয় ব্যাংক এ দরকে ‘আন্তব্যাংক দর’ বলছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছর মুদ্রা বাজারের অস্থিরতা সামাল দিতেই ডলারের বিপরীতে টাকার মান দফায় দফায় কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

সব মিলিয়ে চলতি অর্থবছর প্রতি ডলারের দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৪৯ শতাংশ।

এর আগের দুই দিনে টাকার মান ২ টাকা ৫ পয়সা কমে সোমবার আন্তব্যাংক প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৯১ টাকা ৯৫ পয়সা। পরে বাজারে ডলারের ব্যাপক চাহিদা থাকায় আরও ৪৫ পয়সা কমিয়ে ৯১ টাকা ৯৫ পয়সা দরে ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার সেখান থেকে আরও ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দরকে বিবেচনায় নেয় কেন্দ্রীয় ব্যাংক। আজ ৯২ টাকা বিবেচনায় নিয়েছে। এই দামেই ডলার বিক্রি করেছে।

Exit mobile version