- by নিজস্ব প্রতিবেদক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, গেল ২০২১ সালে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ছিল এক কথায় দুর্দান্ত। পারস্পরিক সহযোগিতা আরও বাড়িয়ে ২০২২ সালে এই সম্পর্ককে আমরা আরও উচ্চতায় নিয়ে যাবো। এ ব্যাপারে আমরা উভয়পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন এস জয়শঙ্কর।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এসব কথা বলেন জয়শঙ্কর। ইইউ ইন্দো-প্যাসিফিক ফোরামে অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করেন তিনি।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন মোমেন ও জয়শঙ্কর। কীভাবে দ্বিপাক্ষিত সম্পৃক্ততা আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। এ সময় বাংলাদেশের আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন জয়শঙ্কর।