Site icon The Bangladesh Chronicle

জুলাই–আগস্ট হত্যাকাণ্ড: মামলার নথি তদন্ত সংস্থায় পাঠাতে ট্রাইব্যুনালে আদেশ চাইবেন চিফ প্রসিকিউটর

আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

জুলাই–আগস্ট হত্যাকাণ্ড ঘিরে বিভিন্ন থানা ও আদালতে যেসব মামলা হয়েছে, সেগুলোর নথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠানোর আদেশ চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক উমামা ফাতেমা ও শাহিনূর সুমী। তাঁরা আন্দোলনে গণহত্যার বিষয়ে যা কিছু দেখেছেন, সেসব চিফ প্রসিকিউটরকে অবহিত করেছেন। পাশাপাশি ভুক্তভোগীর পরিবারের সদস্যদের অজ্ঞাতে মামলায় ৩০০–৪০০ জনকে আসামি করা এবং সেটাকে পুঁজি করে চাঁদাবাজির ঘটনায় উদ্বেগের কথা চিফ প্রসিকিউটরের কাছে তুলে ধরেন সমন্বয়কেরা। সাক্ষাৎ শেষে সমন্বয়ক উমামা ফাতেমা সাংবাদিকদের বলেন, ‘প্রকৃত আসামির নাম না এসে দেখা যাচ্ছে অনেক নির্দোষ লোক এখানে আসামি হয়ে যাচ্ছেন। এটাকে কেন্দ্র করে কিন্তু মামলার বাণিজ্য সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে।’

এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, দেশজুড়ে ৫৬ হাজার বর্গমাইলের বিভিন্ন স্থানে অপরাধ সংঘটিত হয়েছে। অনেক মানুষ জানেন না, কোথায় আসলে এই অপরাধের বিচার চাইতে হবে। অনেকেই এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার আগে বিভিন্ন থানায় গিয়ে মামলা করেছেন। অনেকেই মামলা করতে পারেননি ভয়ে। অনেক জায়গায় স্থানীয় অনেক প্রভাবশালী ব্যক্তি মামলাটি তাঁদের পক্ষ হয়ে নিজেরা দায়ের করেছেন, অসংখ্য নিষ্পাপ লোককে মামলায় পক্ষভুক্ত করেছেন। ভুয়া মামলা করেছেন, মামলায় নাম ঢুকিয়ে তাঁদের কাছ থেকে চাঁদাবাজি করেছেন—এ ধরনের অভিযোগ নানাভাবে এসেছে।

চিফ প্রসিকিউটর বলেন, ‘পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের এখতিয়ার শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এই মামলার অভিযোগুলোর তদন্তের দায়িত্ব ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের। সুতরাং দেশের যেসব থানায় যত মামলা হয়েছে, কোনো মামলার কোনো তদন্ত ওই পুলিশ করতে পারবে না। কোনো ম্যাজিস্ট্রেট আদালতও এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। ট্রাইব্যুনালের আদেশ চাইব, ম্যাজিস্ট্রেট আদালতগুলো থেকে জুডিশিয়াল নথি এবং থানায় সংরক্ষিত মামলার যে নথি আছে, সবগুলো ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠিয়ে দেওয়ার জন্য।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, যাঁরা এখনো মামলা করেননি তাঁরা কোনো থানায় বা পুলিশের কাছে তাঁদের মামলা করার জন্য যাওয়ার প্রয়োজন নেই। তাঁরা অবশ্যই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে (ধানমন্ডি–১১/এ, বাড়ি নং–৮৭) গিয়ে অভিযোগ দিতে পারেন। অথবা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এসে সরাসরি দাখিল করতে পারবেন।

শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে মঙ্গলবার অভিযোগ দাখিল করেছেন আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত আলোকচিত্রী তাহির জামানের (প্রিয়) মা সামসি আরা জামান। অভিযোগ দাখিলের পর সামসি আরা জামান সাংবাদিকদের বলেন, রংপুর থেকে এসে অভিযোগ দাখিল করেছেন। গত ১৯ জুলাই বিকেলে ৫টা থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে সায়েন্স ল্যাব মোড়ে গুলিবিদ্ধ হন তাহির জামান।

prothom alo

Exit mobile version