ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পর আসরে টিকে থাকতে গতকাল সোমবারের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু চিরচেনা স্ক্রিপ্টে এলো না পরিবর্তন। কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচটিতে ৫ উইকেটে হেরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে এক ম্যাচ হাতে রেখেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
তবে বাংলাদেশ একাই ডোবেনি। একই সঙ্গে সেমির সম্ভাবনা শেষ হয়েছে আয়োজক পাকিস্তানেরও। এই গ্রুপ থেকে পরের পর্ব তথা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিদায় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিছুদিন আগেই বিসিবির পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করে যাওয়া মহসিন শেখ। সদ্য সমাপ্ত বিপিএলেও ছিলেন তিনি। টাইগার ক্রিকেটের সঙ্গে পরিচিত এই অ্যানালিস্টের ভাষ্য, বাংলাদেশ ও পাকিস্তান একই সূত্রে গাঁথা এবং তারা আগামী দিনে জিম্বাবুয়ে হওয়ার পথেই আছে।
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই নড়বড়ে বাংলাদেশ, কিছুটা সাফল্য বলতে একদিনের ক্রিকেটে। নিজেদের পছন্দের ফরম্যাটেও যেন দিন দিন অচেনা হওয়ার পথে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা, তার আগে আফগানদের কাছে সিরিজ হার। সব মিলিয়ে এখন পর্যন্ত টানা ৬ ম্যাচে হার সঙ্গী শান্তদের। টেস্ট স্ট্যাটাসপ্রাপ্তির এত বছরেও আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সাফল্য নেই।
বাংলাদেশের মতো দশা পাকিস্তানেরও। মাঠের ক্রিকেটে সাফল্য নেই, সেভাবে নতুন খেলোয়াড়ও উঠে আসছে না। সর্বশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে বসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেবার শিরোপা জিতেছিল পাকিস্তান। আইসিসির বৈশ্বিক আসরে প্রথমবারের মতো সেবারই সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। পরের বছরগুলোতে ধীরে ধীরে নিম্নমুখী হয়েছে এই দুই দলের গ্রাফ।
এ প্রসঙ্গে ইঙ্গিত করেই মহসিন শেখ লিখেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের মধ্যে মিল অনেকখানি। দুই ক্ষেত্রে দুর্বল দল নির্বাচন, দুর্বল ম্যানেজমেন্ট, মেধার ঘাটতি, জবাবদিহিতা নেই। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরাও অযোগ্য এবং তাদের কোনো জবাবদিহিতা পর্যন্ত নেই। ঘরোয়া ক্রিকেট ভেঙে পড়েছে। অগ্রাধিকার তালিকা ভুল। ফলাফল এই, দু’দলই শিগগিরই জিম্বাবুয়ের মতো হয়ে যাবে।
প্রসঙ্গত, এক সময় বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়ে শক্তিশালী অবস্থায় থাকলেও সেসব এখন সোনালী অতীত। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, তাতেন্দা তাইবু, হিথ স্ট্রিকদের নিয়ে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ডার্কহর্স ছিল তারাই। কিন্তু সেই জৌলুশ হারিয়েছে তারা। আইসিসির টুর্নামেন্টও এখন বাছাইপর্ব পেরিয়ে আসতে হয় আফ্রিকার দলটির।
এদিকে, সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশ ছাড়েন মহসিন শেখ। গুঞ্জন আছে, চন্ডিকা হাথুরুসিংহের কাছের হওয়ায় তার সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। বাংলাদেশের আগে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগে মহসিন শেখ পরিচিত এক নাম। বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ এমনকি আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। সর্বশেষ বিপিএলেও খুলনা টাইগার্সে ছিলেন।