Site icon The Bangladesh Chronicle

জিম্বাবুয়ে কে হোয়াইটওয়াশ করলো ভারত

জিম্বাবুয়ে কে হোয়াইটওয়াশ করলো ভারত – ছবি : নয়া দিগন্ত

শতকোটি ভারতবাসী হয়তো আঁতকে উঠেছিল, প্রার্থনায় ঠোঁট বিড়বিড় করছিল, মনে বিষণ্ণতা বাসা বেঁধেছিল, হয়তো উত্তেজনায় গা ঠাণ্ডা হয়ে আসছিল, এক বীর রাজাতেই যেন পুরো ভারত কেঁপে উঠল। তবে অবশেষে হাফ ছেড়ে বাঁচলো ওরা, কানের খুব পাশ দিয়েই যেন উড়ে গেলো হার নামক তীরটা।

সোমবার হারারেতে জিম্বাবুয়েকে ১৩ রানে হারিয়ে শুভমান গিলের সৌজন্যে ভারত ৩-০ ওডিআই সিরিজে ক্লিন সুইপ সম্পন্ন করেছে।

লোকেশ রাহুলের অধিনায়কত্বে সিরিজের শেষ ম্যাচটা খেলতে নেমেছিল তারা। যদিও প্রথম দু’ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে ধাওয়ানরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলে ভারত। শুভমান গিল তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আউট হওয়ার আগে খেলেন ৯৭ বলে ১৩০ রানের দূর্দান্ত এক ইনিংস। হাফসেঞ্চুরি করেই সাজঘরে ফেরেন ইষান কিষান। অধিনায়ক লোকেশ রাহুল করেন ৩০ রান, আর ধাওয়ানের ব্যাটে আসে ৪০ রান। ক্যারিয়ার সেরা বোলিং করেন ব্রাড ইভান্স। ৫৪ রানে শিকার করেন ৫ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইনোসেন্ট কাইয়াকে হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রান যুক্ত করে জয়ের পথ দেখিয়ে যান কলিন উইলিয়ামস। পরের গল্পটা শুধুই সিকান্দার রাজার। নিঃসন্দেহে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে স্বপ্নের একটা সিরিজ কাটানোর পর ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচে তুলে নিলেন আরো একটি অনবদ্য শতক। ৯৪ বলে ব্যাক্তিগত ১১৫ রান তোলা রাজার বিদায়ের পরই নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ের হার। ৯ম ব্যাটার হিসেবে রাজা আউট হবার আগে জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। যদিও ব্রাড ইভান্সের ২৮ রান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি তার সাথে। ফলে জয়ের স্বপ্ন দেখেও ১৩ রানে হেরে যেতে হয় জিম্বাবুয়েকে।

Exit mobile version