Site icon The Bangladesh Chronicle

‘জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে,’ বললেন তাসকিন

বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ–অধিনায়ক তাসকিন আহমেদ

গত মাসে শেষ হওয়া আইপিএলে হয়েছে রান–উৎসব। এই টুর্নামেন্টের পরই শুরু হয়েছে বিশ্বকাপ। তবে আইপিএলের আঁচ এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের গায়ে লাগেনি।

উল্টো এখন পর্যন্ত যে ৭ ম্যাচ হয়েছে, এর মধ্যে বেশির ভাগ ম্যাচেই বোলাররা দাপট দেখিয়েছেন। বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ হয়তো এমনটা দেখেই সাহস করে বলতে পেরেছেন, ব্যাটসম্যানরা মোটামুটি রান এনে দিলেই ভালো কিছু করা সম্ভব বাংলাদেশের।

ডালাসে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাসকিন। বিশ্বকাপে বাংলাদেশ কত দূর যেতে পারে, সে প্রশ্নে এই পেসার বলেছেন, ‘আসলে বলা কঠিন। প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কমবেশি হয় একেক বিভাগে। ব্যাটিং-বোলিং কোথাও না কোথাও ভালো–মন্দ হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি, কীভাবে খেলতে হবে। আশা করি, এগুলো সামনের ম্যাচগুলোয় সাহায্য করবে। যদি আমরা মোটামুটি রান করতে পারি, আমাদের পক্ষে ভালো কিছু সম্ভব। উইকেট একটু লো স্কোরিং।’

বিশ্বকাপের উইকেট সম্পর্কে তাসকিন আরও বলেছেন, ‘নিউইয়র্কের উইকেট একটু লো স্কোরিং। ডালাসের উইকেট ভিন্ন হতে পারে। কন্ডিশন ও পরিস্থিতি অনুযায়ী মানিয়ে খেলতে হবে। লো স্কোরিং হোক কিংবা হাই স্কোরিং, পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ওই দিন ভালো কিছু হবে।’

এবারের বিশ্বকাপে তাসকিনের বাড়তি একটি দায়িত্ব আছে। বিশ্বকাপ দলে তাসকিন বাংলাদেশের সহ-অধিনায়ক। এ নিয়ে তাসকিন বোধহয় বাড়তি কিছুই ভাবছেন না, ‘দিন শেষে মাঠে বাস্তবায়ন করাই হচ্ছে আসল বিষয়। ধরেন আপনি একটা পরিকল্পনা দিলেন, আমি বাস্তবায়ন করতে পারলাম না, তাতে বিষয়টি ব্যর্থ হয়ে গেল। অধিনায়ক-সহ-অধিনায়ক, কোচ, যে–ই থাকুক, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই (সেই) সিদ্ধান্ত ভালো হয়। আশা করি ভালো কিছুই হবে। দোয়া করবেন যেন প্রথম ম্যাচে আমরা ভালো করতে পারি।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বড় হার, স্বাভাবিকভাবেই মানসিকভাবে পিছিয়ে বাংলাদেশ দল। এর সঙ্গে অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না বাংলাদেশ।

এ প্রসঙ্গে তাসকিনের দাবি, একটা জয়ই সব বদলে দিতে পারে, ‘শুধু আমরা নই, সব দলই আবহাওয়ার কারণে বেশি অনুশীলনের সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল, সুযোগ-সুবিধা তুলনামূলক কম, যেহেতু যুক্তরাষ্ট্রে নতুন ক্রিকেট হচ্ছে। এটা ঠিক, হেরে মানসিকভাবে একটু ডাউন ছিলাম। তবে আমরা যদি জিততে পারি, সব ঠিক হয়ে যাবে। আমরা আমাদের উন্নতি করতে কাজ করে যাচ্ছি। জিতলেই সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।’

prothom alo

Exit mobile version