Site icon The Bangladesh Chronicle

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষণা না করলে সংসদে যাবে না জাপা

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষণা না করলে সংসদে যাবে না জাপা – ফাইল ছবি।

বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা জাতীয় সংসদে যাবেন না।

রোববার (৩০ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এদিন বিকেলে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

Exit mobile version