Site icon The Bangladesh Chronicle

জামায়াত: নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথাই বলেননি প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মূল উদ্দেশ্য নির্বাচন ছিল না এবং তিনি নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করেননি বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বরং দেশের সার্বিক পরিস্থিতি এবং ‘মাইলস্টোনের দুর্ঘটনা’ সম্পর্কিত করণীয় নির্ধারণই ছিল ওই আলোচনার কেন্দ্রবিন্দু।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের ১৯তম বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ এই তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি ধাপের রাজনৈতিক বৈঠকের মধ্যে দুটিতে নির্বাচন নিয়ে কোনো কথাই হয়নি। আর শনিবার (২৬ জুলাই) তৃতীয় বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়ে কিছু বলেছেন বলে আমাদের জানা নেই।’ এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ পুনর্বহালের দাবি

ঐকমত্য কমিশনের বৈঠকে সংবিধানের মূলনীতি নিয়েও আলোচনা হয়েছে। জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানান, পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হওয়া ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাক্যটি পুনর্বহাল করার বিষয়ে অধিকাংশ দল একমত পোষণ করেছে। যদিও কয়েকটি দল এর বিরোধিতা করেছে।

তিনি আরও জানান, কমিশন প্রস্তাবিত সংবিধানের মূলনীতিতে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করে পরবর্তী সংসদে পাসের জন্য সুপারিশ করার বিষয়ে একমত হয়েছে।

নারী আসনে সরাসরি মনোনয়ন না পিআর পদ্ধতি?

জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও কমিশন একটি প্রস্তাব চূড়ান্ত করেছে। প্রস্তাবে এক-তৃতীয়াংশ আসনে নারীদের জন্য সরাসরি মনোনয়নের কথা বলা হয়েছে। তবে এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি অনুসরণের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বলে জানান রফিকুল ইসলাম খান।

Exit mobile version