Site icon The Bangladesh Chronicle

জাপান থেকে ডক্টরেট ডিগ্রি পেলেন ইউনূস

অনলাইন ডেস্ক
৮ জুলাই ২০২৩

ছবি ফেসবুক থেকে সংগৃহীত

জাপানের রিউকোকু বিশ্ববিদ্যালয় নোবেল লরিয়েট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহাম্মদ ইউনূসের ভ্যারিফায়েড পেজে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, রিউকোকু বিশ্ববিদ্যালয় ১৬৩৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি দেশটির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। এর মাধ্যমে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ৬৬তম সম্মানসূচক ডিগ্রি অর্জন করলেন।

advertisement

বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে আজ শনিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসকে এ ডিগ্রি প্রদান করা হয়। এর আগে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে আলোচনা হয়।

আরও পড়ুনবিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবিপ্রবির ২২৫ গবেষক

রিউকোকু বিশ্ববিদ্যালয়ে ইউনূস সোশ্যাল বিজনেস রিসার্চ সেন্টার রয়েছে।

 

Exit mobile version